Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 20, 2024

নির্বাচনের আগে লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা পড়ছে থানায়

  


জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচন ২০২৪-এর দিনক্ষণ। দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই নির্বাচন কমিশনের আওতায় এসেছে গোটা দেশ। গোটা দেশের মতো রাজ্যের প্রতিটি থানায় শুরু হয়েছে লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা নেওয়ার কাজ। মন্তেশ্বর থানাতেও গত কয়েকদিন ধরেই চলছে লাইসেন্স প্রাপ্ত বন্দুক জমা নেওয়ার কাজ। জানা গেছে প্রায় তিন শতাধিক বন্দুক রয়েছে মন্তেশ্বর থানার বিভিন্ন এলাকায়। বন্দুক মালিকেরা প্রতিটি নির্বাচনের আগেই সেই সমস্ত বন্দুক থানায় এসে জমা করে দিয়ে যান। আবার ভোট পর্ব মিটে গেলে সেই বন্দুক ফেরত দেওয়া হয় তাদের। নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে মাথায় রেখেই এই বন্দুক জমা নেওয়া হয়ে থাকে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 


বন্দুক জমা দিতে আসা এক ব্যক্তি জানান, পূর্বপুরুষ ধরে তার পরিবারে বন্দুক রয়েছে। ‌বর্তমানে সেভাবে কোনো কাজে রাখা না হলেও ঐতিহ্যের কথা মাথায় রেখেই বন্দুক পরিবারে রেখে দিয়েছেন তারা। প্রতিটি নির্বাচনের আগেই তাদের কাছে থানা থেকে ফোন যায় বন্দুক জমা দেওয়ার। আবার নির্বাচন শেষে বন্দুক ফিরেও নিয়ে যান তারা। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot