Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 16, 2024

শনিবার লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা

  


টুডে নিউজ সার্ভিসঃ শনিবার লোকসভা নির্বাচনের নিঘন্ট ঘোষণা করা হবে। এমনটাই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, শনিবার দুপুর ৩টেয় ২০২৪-র লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। একই দিনে চার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট করে কোনও রাজ্যের নাম লেখা হয়নি। কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক বৈঠকটি সরাসরি সম্প্রচার করা হবে।কমিশনের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।নির্বাচনের দিন ঘোষণার পরেই আনুষ্ঠানিকভাবে ভোট-দামামা বেজে যাবে বলে মনে করা হচ্ছে। চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কনডাক্ট। ক’দফায় ভোট হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এদিনই বৈঠকে বসেছিলেন সদ্য নিযুক্ত দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। সেই বৈঠকের পরেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, লোকসভা ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot