পর্বত অভিযানে বেরিয়ে প্রাণ হারাল ২৯ বছরের যুবক কালিয়াগঞ্জের বাসিন্দা তন্ময় কুন্ডু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতেই তন্ময়ের দেহ দার্জিলিংয়ে নিয়ে আসা হয়। মঙ্গলবার তন্ময়ের দেহের ময়নাতদন্ত হয়। পরিবার এবং তন্ময়ের সহযাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, গত ২৪ মে তন্ময় এবং আরও ৬ জন সান্দাকফু অভিযানে বেরিয়েছিলেন।
সান্দাকফু যাওয়ার পথে টুমলিংয়ে একরাতের জন্য থেমেছিলেন তাঁরা। তার পরদিন তাঁরা সান্দাকফুতে পৌঁছোন। ২৭ মে সোমবার তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু সেদিন হঠাৎই তন্ময়ের পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তারা তন্ময়কে ৩৯ কিলোমিটার দূরের সুখিয়াপোখরি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
No comments:
Post a Comment