টুডে নিউজ সার্ভিসঃ ভোটের মুখে সন্দেশখালিতে ধাক্কা খেল পদ্ম শিবির। বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সিরিয়া বিজেপি-র সেই গুরুত্বপূর্ণ নেত্রী যিনি গত ১৩ ফেব্রুয়ারি বিজেপির ডাকা বসিরহাট এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন।
এদিন তৃণমূলে যোগ দিয়ে সিরিয়া জানান, ‘একটা কেন্দ্রিক জায়গা থেকে আন্দোলনের পাশে দাঁড়াতে আমাদের সাংগঠনিক দায়িত্ব দেয় বিজেপি। মহিলাদের সম্ভ্রম রক্ষা করার আন্দোলন শুরু করি ঠিকই, কিন্তু পরে বুঝি গোটাটাই হাতে লেখা গল্প। আন্দোলন করার জন্য মহিলাদের টাকা, মোবাইল ফোন দেওয়া হতো।’
এতদিন যা ঘটানো হয়েছে পরিকল্পিত। ঘটানো হবে আরও কিছু, তাও পরিকল্পিত। সন্দেশখালির ঘটনা নিয়ে এদিন সাংঘাতিক দাবি করেন সিরিয়া। তিনি বলেন, ‘এতদিন যা ঘটানো হয়েছে পরিকল্পিত। ঘটানো হবে আরও কিছু, তাও পরিকল্পিত’। অসত্য কে সত্য প্রমাণের চেষ্টা চলছে। আর তৃণমূলের নেতারা জড়িত নন সন্দেশখালিতে। অভিযোগ ভুয়ো।
No comments:
Post a Comment