বর্ধমানঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার মেমারী থানার কলানবগ্রামের কোঙারপাড়ায়। মৃতের ফড়ে সিং(৬৪) ও তরুন সিং(৩০) সম্পর্কে বাবা-ছেলে।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং বিদ্যুৎ বাহিত তারের সংস্পর্শে চলে আসেন, বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে তরুন সিং তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বড়শুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা ও ছেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
No comments:
Post a Comment