কানাইশহর পাহাড় :- ঝাড়গ্রাম জেলা শহরে থেকে ৪৮ কিঃমিঃ। অরণ্য সুন্দরীর আর এক নাম কানাইশহর পাহাড়।
কানাইশহর পাহাড়, ঝাড়খণ্ডের সীমান্তবর্তী বেলপাহাড়ি থেকে 12 কিঃমিঃ দূরে কেবল রুক্ষ সৌন্দর্যের একটি দৃশ্য। চারপাশে ঘন অরণ্যে ঘেরা কানাইশহর পর্বত প্রকৃতির অপার মহিমা হয়ে দাঁড়িয়ে আছে। সবুজ বনানী ছায়া আপনার গা ছুঁয়ে যাবে ।পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রামগুলিতে দেখা যাবে কৃষিকাজ এবং দেশবাসী তাদের গৃহস্থালির কাজে যোগদান করে এই পাহাড়ি স্থানটি একটি মনোরম দৃশ্য দেখায়।
কানাইশহর পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরে উঠতে হয়।বয়সের ভারে ভারাক্রান্ত হলেও নারীরা তাদের সন্তানদের কোলে নিয়ে যাচ্ছে এবং বৃদ্ধ পুরুষদের দেখার দৃশ্য দর্শকদের মন কেঁপে ওঠে। কানাইশহর ভ্রমণের পাশাপাশি অ্যাডভেঞ্চারের বিরল সুযোগ দেয়। মনোমুগ্ধকর গ্রাম্য প্রকৃতির দৃশ্য দেখতে আপনাকে আসতেই হবে।
লেখা ও ছবি বিকাশ মাজির সৌজন্য
No comments:
Post a Comment