Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 27, 2024

বেলপাহাড়ির রঙিন পাহাড়! একটি নতুন পর্যটন কেন্দ্র

 


বেলপাহাড়ির আরও একটা নতুন পর্যটন কেন্দ্র "রঙিন পাহাড়" (পাথর ডুংরি)। সুন্দর মন ভরিয়ে দেওয়ার মতো জায়গা। প্রকৃতির এক অসাধারণ দৃশ্য‌। পাথরের এমন রঙিন খেলা হয়তো এখানেই প্রথম। অস্ট্রেলিয়ার ULURU একটি পাহাড়। এর পাথরের সাথে অনেক মিল আছে এখানের পাথরের মধ্যে। আর তার সাথে রয়েছে অনেক সুন্দর পাহাড়ের জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য।



 রঙিন পাহাড় বেলপাহাড়ি থেকে ওদোলচুয়া এসে কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে কয়েক শো মিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে এই রঙিন পাহাড়ে। এই পাহাড় খুঁজে বের করেছেন ওদলচুয়ার বাসিন্দা রাজেশ মাহাত।

ছবি ও তথ্য : রাজেশ মাহাতো।

মেদিনীপুর থেকে বেলপাহাড়ি ৮০ কিমি। ওখান থেকে ১৫ কিমি ওদলচুয়া। তারপরে হেঁটে জঙ্গলের মধ্যে ১ কিমির মতো।

 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot