Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 4, 2024

বীর শহীদ ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি ছেন্দাপাথর




বীর শহীদ ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি, ছেন্দাপাথর, বারিকুল, বাঁকুড়া
না, টুরিস্ট প্লেস হিসাবে ততোটা বিখ্যাত নয়। ঐতিহাসিক গুরুত্ব আছে নিশ্চয়ই, কিন্তু কেও গুরুত্ব দিয়েছে বলে মনে হয় না। কিন্তু আমার মন্দ লাগলো না। যারা একটু অন্যরকম পথে ড্রাইভ করতে পছন্দ করেন বা আমার মতো বাইক রাইড করতে পছন্দ তাদের কাছে এই জায়গায় যাওয়ার পথ টি সৌন্দর্য এর খনি।
বেলপাহাড়ি থেকে ১৯ কিমি বা রানীবাঁধ থেকে ২০ কিমি পথ গিয়ে সত্যিই একটা ভালো জায়গায় গেলেন বলে মনে হবে।
কেও যেতে চাইলে গুগল ম্যাপ এর লিঙ্ক দিলাম

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot