Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 6, 2025

গঙ্গাসাগর ২০২৫



বছরের প্রথম দিন কিছু পুণ্য লাভের আশায় বাবা-মার সাথে বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। প্রথমে ঠিক করেছিলাম ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করে গঙ্গাসাগর পাড়ি দেবো কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্রুশটা ক্যানসেল হয় এবং টাকা ফেরত পাই। তারপরে ঠিক করি ধর্মতলা থেকে যদি বাসে করে যাওয়া যায় সেজন্য ধর্মতলা থেকে সকাল সাড়ে ছটার এসি ভলভো বাসে বেরিয়ে পড়েছিলাম নামখানার উদ্দেশ্যে। এবং সেই নামখানা থেকে গেছিলাম জেটিঘাট আর বেনুবন হয়ে গঙ্গাসাগর।
অনেক জনের থেকে শুনছিলাম গঙ্গাসাগরে যাওয়ার রাস্তায় প্রচুর ভিড় হচ্ছে এবং প্রচুর ঠেলাঠেলি তাই জন্য মনে সংশয় নিয়েই বেরিয়েছিলাম কিন্তু যাত্রা পথে আমাদের কোন রকম অসুবিধা হয়নি।


এর পরে আমাদের হোটেল বুকিং করা ছিল পশ্চিমবঙ্গ সরকারের ইয়ুথ হোস্টেলে এবং যেরকম শুনেছিলাম ঠিক সেরকমই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সস্তায় মন্দিরের একদম সামনে এই হোটেল আপনাদের মন মুগ্ধ করবেই। ইউথ হোস্টেল শুধুমাত্র অনলাইনে বুকিং নেয় এদের কোন অফলাইন বুকিং হয় না তো আপনারা যারা এই হোটেল বুকিং করবেন তারা অনলাইনে ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন।


আরো অন্য পথ দিয়েও যাওয়া যায় সেগুলি হল:-
1. শিয়ালদা স্টেশন > কাকদ্বীপ স্টেশন > লট ৮ ঘাট > কচুবেরিয়া > টোটো অটো বা বাসে করে গঙ্গাসাগর
2. শিয়ালদা স্টেশন > নামখানা স্টেশন > নারায়ণপুর জেটিঘাট > বেনুবন > টোটো বা অটো করে গঙ্গাসাগর
3. ধর্মতলা বাস স্ট্যান্ড > নামখানা বাস স্ট্যান্ড > নারায়ণপুর জেটিঘাট > বেনুবন > অটো করে গঙ্গাসাগর

সৌজন্যঃ বাংলার বেরানো @ জয়েন্ত সাহা


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot