প্রায় ৩০০ বছরের প্রাচীন চিল্কিগড়ের রাজবাড়িতে মাত্র ৮০০ টাকা দিয়েই রাত্রিযাপন করতে পারবে পর্যটকরা....!!
*এই প্রথম চিল্কিগড় রাজবাড়ীর নিজস্ব উদ্যোগে রাজবাড়ীর অন্দরমহলে চালু করা হয়েছে হেরিটেজ চিল্কিগড় রাজ প্যালেস নামের অতিথিশালা। যেখানে মাত্র ৮০০ টাকা থেকে শুরু হচ্ছে রাত্রি যাপনের জন্য রাজবাড়ীর ঘর...!!
*এতদিন ধরে চিল্কিগড়ের রাজ বাড়িতে পর্যটকদের প্রবেশের কোন অনুমতি ছিল না...!! কিন্তু এবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রাজবাড়ির অন্দরমহল।..!!
*কলকাতা থেকে কিভাবে পৌঁছবেন চিল্কিগড় রাজবাড়ীতে। হাওড়া থেকে ট্রেনে করে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে গাড়ি ভাড়া করে মাত্র ১৪ কিলোমিটার আসলেই পৌঁছে যাওয়া যাবে চিল্কিগড়। ব্যক্তিগত গাড়িতে হলে আরো সুবিধা হয....!!
*চিল্কিগড় রাজবাড়িতে রাত্রি যাপন করে যেমন একটি প্রাচীন রাজবাড়ীর স্বাদ উপভোগ করা যাবে ঠিক তেমনি সকাল সকাল ডুলুং নদী পায়ে হেঁটে বেরিয়ে পুজো দেয়া যাবে চিল্কিগড়ের কনক দূর্গা মন্দিরে। চিল্কিগড়ের রাজবাড়িতে রাত্রি যাপন করে সুন্দর ঘুরে আসা যাবে বেলপাহাড়ি থেকে....!!
#সংগৃহীত
#BurdwanToday,#Burdwan,#kaushikichakraborty,#everyonefollowers,@highlight,@followers,#everyonehighlights,#everyonehighlightsfollowers,#everyone,#সবাইকে,#বর্ধমান,#বর্ধমানটুডে,
No comments:
Post a Comment